7 Jun 2020

আপনার ফোনে কি অ্যান্ড্রয়েড-১১ ইনস্টল করার সুবিধা মিলবে?

courtesy : android police

অ্যান্ড্রয়েড-১১ গত ৩ জুন রিলিজ করার কথা ছিল । কিন্তু সম্প্রতি আমেরিকায় জর্জ ফ্লয়েডের হত্যার পর দেশজুড়ে বিক্ষোভ, দাঙ্গা ইত্যাদির জেরে গুগল অ্যান্ড্রয়েড-১১ - র রিলিজ পিছিয়ে দিয়েছে । আমেরিকার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে গুগল নতুন করে তারিখ ঘোষণা করবে ।

অ্য়ান্ড্রয়েড-১১ অপারেটিং সিস্টেমে গুগল অবশেষে ফোন ব্যবহারকারীর সিকিউরিটির বিষয়টিতে নজর দিয়েছে । এই অপারেটিং সিস্টেমে আপনি কোনও অ্যাপ ইনস্টল করার সময় পারমিশন (অ্যাপ পারমিশন) নিজের সুবিধামতো দিতে পারবেন (এই সুবিধা অ্যাপলের আইফোনের অপারেটিং সিস্টেমে দীর্ঘদিন ধরেই রয়েছে) । অর্থাৎ ধরুন কোনও অ্যাপ ইনস্টলেশনের সময় সেটি আপনার ফোনের কনট্যাক্ট লিস্ট, ক্যামেরা ও লোকেশন অ্যাকসেস চাইল । আপনি প্রথমটির (কনট্যাক্ট লিস্ট) অ্যাকসেস দিলেও পরের দুটির ক্ষেত্রে যদি মনে করেন দেওয়া উচিত নয়, তবে নাও দিতে পারেন ।





অ্যান্ড্রয়েড ১১-র আরও একটি বিশেষ বৈশিষ্ট হল এর স্কুপড স্টোরেজ (Scoped storage) ফিচার । এখন কোনও অ্যাপ ফোনে ইনস্টল করলে সেটিকে ফোনের স্টোরেজের সমস্ত ফাইল রিড করার পারমিশন দিতে হয় । কিন্তু অ্যান্ড্রয়েড-১১ তে কোনও অ্যাপ ইনস্টল করলে, সে নিজের কাজ করার জন্য আলাদা একটা ফোল্ডার তৈরি করে নেবে এবং সেই ফোল্ডারে তার কাজের জন্য প্রয়োজনীয় ফাইলগুলি স্টোর করে রাখবে । শুধু সেই ফাইলগুলি অ্যাপটি অ্যাকসেস করতে পারবে । ফলে স্টোরেজে সেভ করা অন্য ফাইলগুলি অ্যাকসেস করার পারমিশন অ্যাপটিকে দিতে হবে না । এর ফলে স্টোরেজে সেভ করা অন্য ফাইলগুলির সিকিউরিটি ও প্রাইভেসি বজায় থাকবে ।


এবার দেখে নেওয়া যাক কোন কোন ফোনে অ্যান্ড্রয়েড-১১ ইনস্টল করার সুবিধা মিলবে

 

গুগল পিক্সল

Google Pixel 4   
Google Pixel 3
Google Pixel 4 XL   
Google Pixel 3 XL
Google Pixel 3a   
Google Pixel 2
Google Pixel 3a XL   
Google Pixel 2 XL





স্যামসাঙ

Samsung Galaxy S20/ S20 Plus / S20 Ultra   
Samsung Galaxy A10/ A10s/ A10e
Samsung Galaxy Note 10/ 10+/ 10+ 5G   
Samsung Galaxy A91
Samsung Galaxy S10/ S10 Plus/ S10e/ S10 5G   
Samsung Galaxy A50/ A50s
Samsung Galaxy S9/ S9+    Samsung Galaxy A30/ A30s
Samsung Galaxy M31    Samsung Galaxy A90/ A90 5G
Samsung Galaxy A71    Samsung Galaxy A51

নোকিয়া


Nokia 8.2 5G,    Nokia 8.1
Nokia 7.2,    Nokia 1.3
Nokia 6.2,    Nokia 1 Plus
Nokia 5.3,    Nokia 2.3
Nokia 4.2,    Nokia 3.2

ওয়ান প্লাস


Oneplus 8,    OnePlus 7T
OnePlus 8 Pro,    OnePlus 7T Pro
OnePlus 7,    OnePlus 6
OnePlus 7 Pro,    OnePlus 6T





শিয়াওমি ও রেডমি


Redmi Note 9 Pro   
Redmi K20 Pro Premium
Redmi Note 9 Pro Max   
Redmi K20
Redmi K30 Pro,    Mi A3
Redmi K30 5G,    Mi CC9
Mi Note 10,    Mi CC9e
Mi Note 10 Pro,    Mi 9T Pro
Mi CC9 Pro,    Mi 9T
Mi 9 Pro,    Redmi Note 8
Mi 9 Pro 5G,   
Redmi Note 8 Pro

রিয়েলমি

Realme 3/ 3 Pro
Realme XT
Realme 5/ 5 Pro   
Realme X30 5G
Realme X   
Realme 6 / 6i / 6 Pro
Realme X2 Pro   
Realme X 

 

ওপ্পো

OPPO Find X2   
Oppo F11
Oppo Find X2 Pro   
Oppo F11 Pro
Oppo Reno3 Pro (5G)   
Oppo F15
Oppo Reno3 (5G)   
Oppo Reno Ace
Oppo Reno3 Youth   
Oppo Reno 10x zoom
Oppo Reno2   
Oppo Ace2
Oppo Reno2 F   
Oppo A9 (2020)
Oppo Reno2 Z   
Oppo A5 (2020)

ভিভো

vivo NEX 3S 5G   
vivo NEX 3
vivo iQOO 3 5G   
vivo iQOO Pro 5G
vivo X30 / X30 Pro   
vivo NEX 3S 5G

আসুস

Asus ROG Phone 2   
Asus Zenfone 6


তবে মনে রাখবেন এই তালিকাটি চূড়ান্ত নয় । আগামীতে আরও কিছু ফোনে অ্যান্ড্রয়েড-১১ ইনস্টল করার সুবিধা মিলতে পারে । গুগলের তরফে এই তালিকা যেভাবে আপডেট করা হবে, আমিও সেভাবে এই পোস্টে তালিকা পাঠকদের সুবিধার জন্য আপডেট করব ।


টেকনোবিটসের এই ব্লগটি পড়ে যদি ভালো লাগে তবে ফেসবুক, হোয়াটসঅ্যাপে শেয়ার করুন। কমেন্ট করুন ব্লগের নীচে বা টেকনোবিটসের ফেসবুক পেজে।

টেকনোবিটসের ব্লগগুলি যদি নিজের ফেসবুক নিউজ ফিডে পেতে চান, তবে টেকনোবিটসের ফেসবুক পেজে গিয়ে Follow বাটন ক্লিক করে তারপর See first অপশনটিতে ক্লিক করুন। ইমেল সাবস্ক্রিপশনের  জন্য টেকনোবিটসের ব্লগ সাইটে নিজের ইমেল আইডি সাবমিট করে রেজিস্ট্রেশন করুন। ধন্যবাদ।

1 comment:

  1. স্কোপড স্টোরেজ ফিচারটি আমার কাছে বিশেষ উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ মনে হলো। কিন্তু আগের প্রাইভেসি ফিচারটির কথা যেটা বলেছেন, অনেক অ্যাপের ক্ষেত্রে কোনো একটি পারমিশন গ্রান্ট না করলেই (যখন পারমিশনটি ইউজারের অপ্রয়োজনীয় মনে হয়),অ্যাপটি কাজ করা বন্ধ করে দেয়। এরকম Privacy breach থেকে রক্ষা পাওয়া যাবে কি, Android 11 -এ ??

    ReplyDelete

জনপ্রিয় পোস্ট