6 Nov 2020

হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজ ৭ দিন পরেও ডিলিট করতে পারবেন

Image courtesy: Pixabay


হোয়াটসঅ্যাপ নিয়ে এল এমন অটো ডিলিট মেসেজ ফিচার । যদি ফিচারটি আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সেটিংসে এনাবেল করেন, তবে আপনার তরফে কাউকে পাঠানো মেসেজ নির্দিষ্ট সময় পর সেই ব্যক্তির চ্যাট হিস্ট্রি থেকে অটোমেটিক ডিলিট হয়ে যাবে । 

2 Sept 2020

সাবধান ! টাকা হাতাতে দুষ্কৃতীদের নতুন অস্ত্র QR কোড, TeamViewer

Image courtesy: Malwarebytes

দিন কয়েক আগে টেকনোবিটসের ফেসবুক পেজে একটি ভিডিয়ো শেয়ার করেছিলাম । সেখানে একজন তাঁর অভিজ্ঞতা শেয়ার করেছেন যে, কীভাবে এক সাইবার ক্রিমিনাল QR কোডের সাহায্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর চেষ্টা করেছিল । ভিডিয়োটি পোস্ট করার পর অনেক পাঠক মেল করে অনুরোধ করেছেন, সাধারণ মানুষের সচেতনতায় বিষয়টি নিয়ে যেন ব্লগে বিস্তারিত লিখি । পাঠকদের অনুরোধে QR কোড ও রিমোট অ্যাকসেস অ্যাপগুলির সাহায্যে কীভাবে দুষ্কতীরা সাধারণ মানুষের সর্বনাশ করছে, এবার সেই বিষয়ে লিখছি । 

26 Aug 2020

ঘরের মধ্যে বাঘ ! গুগলের নতুন ফিচার ট্রাই করেছেন ?

Image courtesy: Cnet

আপনি বাড়িতে সোফায় বসে টিভি দেখছেন, কিংবা বিছানায় শুয়ে আছেন । এমন সময় যদি হঠাৎ দেখেন যে সোফার সামনে বা বিছানার পাশে এসে দাঁড়িয়ে রয়েছে একটি আস্ত রয়্যাল বেঙ্গল টাইগার, কিংবা প্রমাণ মাপের ডাইনোসর ? শুধু যে দাঁড়িয়ে রয়েছে তাই নয়, মাঝেমধ্যে লেজ নাড়ছে কিংবা গম্ভীর গলায় হুংকার ছাড়ছে ! আপনি যতই সাহসী হোন না কেন, নিজের ঘরের ভিতর হঠাৎ এমন দৃশ্য দেখলে পিলে চমকানো বা বুক ধড়ফড় করা মোটেই অস্বাভাবিক নয় ।  

22 Aug 2020

অনলাইন শপিংয়ে প্রতারণার নতুন ফাঁদ, আপনি সাবধান তো ?

Image courtesy: Pixabay

লকডাউনের জেরে গত কয়েক মাসে আমাদের জীবনযাত্রা অনেকটাই পালটে গিয়েছে । ঘরে বসে অফিসের কাজ থেকে অনলাইনে স্কুল, কলেজের ক্লাস করা সহ একাধিক পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে আমাদের । পোশাকী ভাষায় এই নতুন ধরনের জীবনযাত্রাকে বলা হচ্ছে নব্য স্বাভাবিক (New Normal) । লকডাউনে পাড়ার দোকান থেকে শপিংমল সবই এতদিন বন্ধ ছিল । এখন কিছু কিছু দোকান খুললেও সংক্রমণের ভয়ে অনেকেই সেখানে গিয়ে ভিড়ের মধ্যে শপিং করতে ভরসা পাচ্ছেন না । আর এর জেরে গত কয়েক মাসে অনলাইন শপিংয়ের পরিমাণ অনেকটাই বেড়েছে । আর সেই সুযোগে বেড়েছে সাইবার ক্রাইম । 


10 Aug 2020

ইন্টারনেটে বিনোদ এখন ভাইরাল, চেনেন তাঁকে ?

Image courtesy: Internet memes

বিনোদ (Binod) । একটা সাধারণ নাম । ভারতে এমন নামের মানুষ হয়তো কয়েক লাখ (কোটিও হতে পারে) রয়েছে । শুধু ভারত নয়, নেপাল ও বাংলাদেশেও এই নাম যথেষ্ট প্রচলিত । বলিউডে বিনোদ নামে দুইজন নায়ক ছিলেন । একজন Vinod Khanna (অক্ষয় খান্নার বাবা) ও অন্যজন Vinod Mehra (বাংলায় অবশ্য উচ্চারণ হত বিনোদ খান্না ও বিনোদ মেহরা ) । তাঁরা ছাড়া বিনোদ নামে আর কোনও তেমন বিখ্যাত ব্যক্তি ভারত ও প্রতিবেশী দেশগুলিতে নেই (অন্তত আমার জানা নেই) । কিন্তু কিছুদিন হল বিনোদ নামটি ইন্টারনেটে ভাইরাল । ইতিমধ্যে বিনোদ-এর মিমে ছয়লাপ ইন্টারনেট । কিন্তু প্রশ্ন হল কে এই বিনোদ আর নামটি এভাবে ভাইরাল হলই বা কেন ?

জনপ্রিয় পোস্ট