20 Jun 2020

এই অ্যাপগুলি কি আপনার মোবাইলে আছে ? সাবধান !

Image courtesy : Google Play store

লাদাখে চিন-ভারত সীমান্তে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহিদ হয়েছেন । তারপরেই দেশজুড়ে চিনা পণ্য  বয়কটের সমর্থনে জোরদার দাবি উঠেছে । ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নানা হ্যাশট্যাগ দিয়ে বয়কটের পক্ষে প্রচার চলছে । আর এই বয়কটের অন্যতম লক্ষ্য হল চিনের মোবাইল ও অ্যাপ । যদিও চিনের কাপুরুষোচিত হামলার অনেক আগেই নিজেদের প্রাইভেসির স্বার্থেই আমাদের এই বয়কট শুরু করা উচিত ছিল ।




চিন হল এমন এক রাষ্ট্র যাদের কোনও মেধা নেই । কিন্তু তারা চুরিবিদ্যাকে শিল্পে পরিণত করেছে । তা সে অন্য রাষ্ট্রের বাসিন্দাদের ব্যক্তিগত তথ্য চুরি হোক, বা অন্য রাষ্ট্রের বিজ্ঞানীদের দীর্ঘদিনের পরিশ্রমের ফসল কোনও আবিষ্কার । ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলিতে প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যা সংক্রান্ত যে সমস্ত গবেষণা চলছে সেই সম্পর্কে তথ্য চুরি করতে নিয়মিতভাবে প্রতিষ্ঠানগুলির কম্পিউটার সিস্টেম হ্যাক করার চেষ্টা করে চিনের সরকারি বেতনভুক হ্যাকাররা । এছাড়া চিনের কোম্পানিগুলির তৈরি মোবাইল ফোনগুলি প্রতিটিই কার্যত স্পাই ডিভাইস । এই মোবাইলগুলির সিস্টেমে এমন কিছু স্পাইওয়্যার থাকে যার সাহায্যে আপনার ব্যক্তিগত সমস্ত তথ্য ফোন থেকে চুরি করতে পারে সেই কোম্পানিগুলি ।





এছাড়া রয়েছে চিনের বিভিন্ন কোম্পানির তৈরি একাধিক অ্যাপ, যেগুলি ফোনে ইনস্টল করলে সহজেই সেগুলির মাধ্যমে চিনের হ্যাকাররা আপনার ফোন হ্যাক করে সব তথ্য হাতিয়ে নিতে পারে । সম্প্রতি চিনের কোম্পানির তৈরি এমন ৫২টি সন্দেহজনক অ্যাপের তালিকা প্রকাশ করেছে ভারত সরকারের সংস্থা  সাইবার কোঅর্ডিনেশন সেন্টার বা সাইকোর্ড । সেই তালিকায় রয়েছে একাধিক জনপ্রিয় অ্যাপ যেমন, টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ারইট, হ্যালো ইত্যাদি । পুরো তালিকা নিচে দেওয়া হল ।


TikTok, Vault-Hide, Vigo Video, Bigo Live, Weibo, WeChat, SHAREit, UC News, UC Browser, BeautyPlus, Xender, ClubFactory, Helo, LIKE, Kwai, ROMWE, SHEIN, NewsDog, Photo Wonder, APUS Browser, VivaVideo- QU Video Inc, Zoom, Perfect Corp, CM Browser, Virus Cleaner (Hi Security Lab), Mi Community, DU recorder, YouCam Makeup, Mi Store, 360 Security, DU Battery Saver, DU Browser, DU Cleaner, DU Privacy, Clean Master – Cheetah, CacheClear DU apps studio, Baidu Translate, Baidu Map, Wonder Camera, ES File Explorer, QQ International, QQ Launcher, QQ Security Centre, QQ Player, QQ Music, QQ Mail, QQ NewsFeed, WeSync, SelfieCity, Clash of Kings, Mail Master, Mi Video call-Xiaomi, Parallel Space


সাইকোর্ডের আশঙ্কা এই অ্যাপগুলির মাধ্যমে ভারতের বাসিন্দাদের যাবতীয় ব্যক্তিগত তথ্য চুরি করে নিচ্ছে চিনের বিভিন্ন সংস্থা । 






চিনের ওই সমস্ত অ্যাপের পাশাপাশি সম্প্রতি গুগল তাদের প্লে স্টোর থেকে ৩০টি অ্যাপ সরিয়ে দিয়েছে । সেই অ্যাপগুলিও যথেষ্ট সন্দেহজনক । সেগুলি অধিকাংশই ক্যামেরা অ্যাপ । এই অ্যাপগুলির সবচেয়ে বিপজ্জনক ক্ষমতা হল, সেগুলি আপনার অজান্তেই ফোনের ক্যামেরা অন করে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি তুলে হ্যাকারদের কাছে পাঠিয়ে দিতে পারে । তাই সাবধান ! গুগল যে অ্যাপগুলি সরিয়ে দিয়েছে সেগুলির তালিকাও নীচে দিলাম ।

Yoriko Camera, Solu Camera, Lite Beauty Camera, Beauty Collage Lite, Beauty and Filters camera, Photo Collage and beauty camera, Gaty Beauty Camera, Pand Selife Beauty Camera, Cartoon Photo Editor and Selfie Beauty Camera, Benbu Seilfe Beauty Camera, Pinut Selife Beauty and Photo Editor, Mood Photo Editor and Selife Beauty Camera, Rose Photo Editor and Selfie Beauty Camera, Selife Beauty Camera and Photo Editor, Fog Selife Beauty Camera,
First Selife Beauty Camera and Photo Editor,Vanu Selife Beauty Camera,Sun Pro Beauty Camera, Funny Sweet Beauty Camera, Little Bee Beauty Camera, Beauty Camera and Photo Editor Pro, Grass Beauty Camera, Ele Beauty Camera, Flower Beauty Camera, Best Selfie Beauty Camera, Orange Camera, Sunny Beauty Camera, Pro Selfie Beauty Camera,
Selfie Beauty Camera Pro, Elegant Beauty Cam-2019

এবার বিষয়টি আপনার উপর নির্ভর করছে যে, আপনি নিজের প্রাইভেসিকে গুরুত্ব দেবেন, না কি এইঅ্যাপগুলি ব্যবহার করবেন ।





টেকনোবিটসের এই ব্লগটি পড়ে যদি ভালো লাগে তবে ফেসবুক, হোয়াটসঅ্যাপে শেয়ার করুন। কমেন্ট করুন ব্লগের নীচে বা টেকনোবিটসের ফেসবুক পেজে।

টেকনোবিটসের ব্লগগুলি যদি নিজের ফেসবুক নিউজ ফিডে পেতে চান, তবে টেকনোবিটসের ফেসবুক পেজে গিয়ে Follow বাটন ক্লিক করে তারপর See first অপশনটিতে ক্লিক করুন। ইমেল সাবস্ক্রিপশনের  জন্য টেকনোবিটসের ব্লগ সাইটে নিজের ইমেল আইডি সাবমিট করে রেজিস্ট্রেশন করুন। ধন্য়বাদ।



1 comment:

  1. 360 Security ব্যান করে দেওয়া সত্ত্বেও এখন Safe Security নামে প্লে স্টোরে পাওয়া যাচ্ছে এবং চিনের সার্ভার অ্যাড্রেস মুছে ফেলা হয়েছে। সম্প্রতি ব্যান হওয়া চিনা অ্যাপ Clean Master এর পার্টনার এবং আপনার একসময়ের অতি পছন্দের অ্যান্টিভাইরাস CM Security এখনও দিব্যি প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। আপনিও একসময় অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে ভালো অ্যান্টিভাইরাস হিসেবে CM Security এর কথা বলতেন। অথচ CM Security এবং Clean Master অ্যাপ দুটোরই ডেভলপার কোম্পানী ছিল Cheetah Mobile,যেটা আসলে চীনের একটা কোম্পানি। এখন পাছে ব্যান হয়, এই ভয়ে তড়িঘড়ি CM Security-এর ডেভলপার নেম এবং সার্ভার অ্যাড্রেস চেঞ্জ করে দেওয়া হয়েছে কোম্পানির তরফ থেকে এবং নতুনভাবে প্লে স্টোরে পাবলিশ করা হয়েছে। CM Security-এর বর্তমান ডেভলপার নেম CM Security.Inc এবং সার্ভার অ্যাড্রেস USA-তে দেখায়।

    ReplyDelete

জনপ্রিয় পোস্ট